কৈফিয়ৎ

সবার প্রথমে জানাতে চাই, এই আর্কাইভের সমস্ত বইপত্র ও দলিলপত্রের সফট-কপি অবাণিজ্যিক উদ্দেশ্যে সঞ্চিত হয়েছে। গ্রন্থ নেটওয়ার্ক সম্পূর্ণ অবাণিজ্যিক ও অমুনাফাভোগী একটি প্রতিষ্ঠান। এর সমস্ত বইপত্র ও দলিলপত্রের সফট-কপি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে লেখাপড়া ও গবেষণার জন্য সঞ্চিত হয়েছে। কোনোপ্রকার বাণিজ্যিক উৎপাদন ও পুনরুৎপাদন গ্রন্থ নেটওয়ার্ক করে না এবং অপর কাউকে করতেও উৎসাহিত বা নিয়োগ অথবা বিনিয়োগ করে না

যদিও বইয়ের একটা বাজারমূল্য আছে এবং বই স্ক্যান করে বিনামূল্যে বিতরণ করলে বই প্রকাশক, লেখক ও বিক্রেতাগণ অসুবিধার সম্মুখীন হন, তবুও, আমরা বিশ্বাস করি, জ্ঞানকে যতটা উন্মুক্ত করে দেওয়া যায়, সকলের জন্য ততোই মঙ্গল।

বই স্ক্যান করলেও আমরা মনে করি, এতে বইয়ের লেখক-প্রকাশকেরা খুব বেশী ক্ষতিগ্রস্থ হবেন না তিনটি কারণে –

  • বই সংগ্রহে রাখাটা মানুষের একটি অতি পুরাতন চর্চা। এটা রুচিবোধেরও ব্যাপার। যারা বই সংগ্রহে রাখবেন তারা স্ক্যান করা বইয়ের জন্য অপেক্ষা করবেন না। মাঝখান থেকে, স্ক্যান করলে হয়তো যাদের বই পড়ার অভ্যাস নাই তারাও বই পড়তে কিছুটা উৎসাহী হবেন।
  • সাধারণ পাঠাগারে যেমন করে বই পড়ার ব্যবস্থা করা হয়, কিন্তু, বই বিক্রয় বা বাণিজ্যিক পুনরুৎপাদন করা হয় না, তেমনি করে গ্রন্থ নেটওয়ার্কও শুধুমাত্র বইপড়ার ব্যবস্থা করা হয়েছে, বই বিক্রয় বা বাণিজ্যিক পুনরুৎপাদন কোনোক্রমেই গ্রন্থ নেটওয়ার্কের উদ্দেশ্য নয়। সাধারণ পাঠাগারে যেমন গিয়ে বই পড়া যায় কিন্তু সেই বই নিজের সাথে করে একেবারে নিয়ে আসা যায় না এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারও করা যায় না, ঠিক তেমনি গ্রন্থ নেটওয়ার্ক অনলাইন পাঠাগারেও ইন্টারনেট ব্যবহার করে বই পড়া যাবে কিন্তু সেই বই ডাউনলোড করে বাণিজ্যিক উৎপাদন করা যাবে না। যদি কেউ এমন কাজ করেন সেক্ষেত্রে গ্রন্থ নেটওয়ার্ক কোনোভাবেই দায়ী থাকবে না।
  • এই সাইটে বাংলাদেশী লেখকের বই আপলোডের বেলায় সংশ্লিষ্ট লেখকের অনুমতি নেওয়া হয়ে থাকে। তাছাড়া, বাংলাদেশের যেসব লেখকবৃন্দের বই প্রকাশের ব্যাপারে অনুমতি নেওয়া সম্ভব হয় না সেসব বই কেবলমাত্র “অনলাইন রিডিং” এর জন্য উন্মুক্ত করা হয়, অর্থাৎ, এই বইগুলো কেবলমাত্র পড়া যাবে, ডাউনলোড ও শেয়ার করা যাবে না। এতে বইটির সম্ভাব্য বাণিজ্যিক পুনরুৎপাদনের সম্ভাবনা থেকে সুরক্ষিত থাকে। সুতরাং, লেখকের কপিরাইটকে ক্ষতিগ্রস্থ না করে কেবলমাত্র পড়ার সুযোগ সৃষ্টি করাই গ্রন্থ নেটওয়ার্কের প্রধান উদ্দেশ্য।

আমরা মনে করি, সারাদেশের মানুষের কাছে বিনামূল্যে বই ছড়িয়ে যাক, জ্ঞানের আলো ছড়িয়ে যাক সবখানে এবং বাংলা ভাষার চমৎকার সব বইগুলো সংরক্ষিত হোক ইন্টারনেটে। আমাদের লেখাপড়া ও গবেষণার জন্য দরকারি বইগুলো সকল স্তরের শিক্ষার্থী ও গবেষকদের কাছে সহজে ও বিনামূল্যে পৌঁছে যাক – এটা আমাদের কাম্য। আমরা চাই, পৃথিবীর সকল জ্ঞান সকলের জন্য উন্মুক্ত হোক।

আমাদের সাইটে কোনো বিজ্ঞাপণ প্রচার করা হয় না। এটি একটি সম্পুর্ন অলাভজনক প্রতিষ্ঠান, উপরন্তু, এই সাইটের সমস্ত ব্যয়ভার আমরা নিজেরাই বহন করি এবং পাশাপাশি কেউ অর্থ সাহায্য বা বই সাহায্য করতে চাইলে তা গ্রহণ করি।

কাগুজে বইয়ের চাহিদা কেবলমাত্র স্ক্যান করে মেটানো সম্ভব নয় বলেই আমরা মনে করি। কারণ, কাগুজে বইয়ের বিকল্প ইলেকট্রনিক বই হতে পারে না। সত্যিকার বইগুলোই আমাদের পড়াশোনার জন্য সবসময় প্রয়োজন। কিন্তু, কখনো এমন অবস্থা আসতে পারে যখন কোনো বিশেষ একটা পাঠ্যবইয়ের বিশেষ অংশটুকুই প্রয়োজন। এমন সময় এই ইলেকট্রনিক পাঠ্যবইগুলো উপকারে আসতে পারে। হরেক রকমের পাঠ্যবই থেকে প্রয়োজনীয় অংশটুকু সচরাচর আমরা ফটোকপিই করে থাকি। এইরকমই প্রয়োজনের সময় এইসব ই-বইগুলো সহায়ক হতে পারে।

এরপরেও যদি কোনো প্রকাশক বা লেখকের আপত্তি থাকে, তাহলে আপত্তি সাপেক্ষে তার/তাদের বই সাইট থেকে অবশ্যই সরিয়ে ফেলা হবে।

গ্রন্থ নেটওয়ার্ক নতুন লেখকদের বই প্রকাশে আগ্রহী। নবীন লেখকেরা চাইলে তাদের বই আমাদের সাইটে উন্মুক্ত করে দিতে পারেন। এজন্য grontho.com@gmail.com এ মেইল করে আপনার বই পাঠিয়ে দিন। সঙ্গে অবশ্যই বইটির কভার ফটোটিও পাঠিয়ে দিবেন।

গ্রন্থ নেটওয়ার্ক একটি অলাভজনক প্রতিষ্ঠান। অর্থাৎ, এখানে বই বিক্রি হয় না। বরং, ব্যক্তি উদ্যোগেই এই সাইটটি চলে। আমরা অর্থ সাহায্যের চেয়ে বই এবং লেখকের অনুমতি প্রাপ্তি সংক্রান্ত সাহায্যই অধিক কামনা করি।

গ্রন্থ নেটওয়ার্ক গেরিলা ওপেন একসেস ম্যানিফেস্টোর সঙ্গে সংহতি প্রকাশ করছে। গেরিলা ওপেন একসেস ম্যানিফেস্টো’র বঙ্গানুবাদ নিচে সংযুক্ত করে দেওয়া হল।

– গ্রন্থ নেটওয়ার্ক

গেরিলা ওপেন একসেস ম্যানিফেস্টো (Guerrilla Open Access Manifesto)

তথ্য হল এক ধরনের ক্ষমতা। এবং, অন্যান্য সব ক্ষমতার মত একেও কিছু মানুষ কুক্ষিগত করে রাখতে চায়। যুগ যুগ ধরেই বইপত্র আর জার্নালগুলোতে বিশ্বের তাবৎ বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ঐতিহ্য লিপিবদ্ধ হয়ে আসছে। সেগুলোর ক্রমবর্ধিত ডিজিটাল সংস্করণও তৈরি হচ্ছে ঠিকই, তবে, সেগুলোকে দুষ্প্রাপ্য করে রেখেছে মুষ্টিমেয় কিছু প্রাইভেট কর্পোরেশন। আপনি পৃথিবীর বিখ্যাত সব বৈজ্ঞানিক কাজের নথিগুলো দেখতে চান? তাহলে আপনাকে Reed Elsevire এর মত প্রকাশনাগুলোর পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে।

কিন্তু এমনও মানুষ আছেন যারা এই পরিস্থিতি পরিবর্তনে সংগ্রাম করে যাচ্ছেন। গেরিলা ওপেন অ্যাকসেস মুভমেন্ট (Guerrilla Open Access Movement) নামক অকুতোভয় আন্দোলনের প্রস্তাব হল, বিজ্ঞানীরা তাদের কাজের কপিরাইট বুঝে নিয়েই যেন খালাস না হয়ে যান, বরং, তাঁদের কাজ যেন ইন্টারনেটে সকলের জন্য উন্মুক্ত থাকে এই শর্তের দিকেও মনোযোগী হন। কিন্তু, এই দৃশ্যপট যদি রাতারাতি পাল্টেও যায়, যদি আজই এই আন্দোলন সফল হয়ে যায়, তাহলেও এর ফল কেবলমাত্র ভবিষ্যতের জন্যই প্রযোজ্য হবে। এখন পর্যন্ত যে বিপুল পরিমাণ তথ্য প্রাইভেট কর্পোরেশনগুলোর কব্জায় রয়েছে সেগুলো মুক্ত করার দৃশ্যত আর কোনো বৈধ উপায় নেই।

বড় বেশী মূল্য দিতে হচ্ছে আমাদের। সহকর্মীদের কাজ পড়তেও একাডেমিকদেরকে মূল্য পরিশোধ করতে বাধ্য করা কি কোনো কাজের কথা? লাইব্রেরির বিশাল সংগ্রহ স্ক্যান করে সংরক্ষণ করে কেবল গুগলে জড়িতদের জন্যে তা উন্মুক্ত রাখাই বা কেমন কথা? প্রথম বিশ্বের অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোতেই কেবল বিজ্ঞানের সব গুরুত্বপূর্ণ নথির যোগান থাকবে, অথচ তথাকথিত তৃতীয় বিশ্বের বিপুল সংখ্যক মানুষকে এই জ্ঞান থেকে বঞ্চিত করা হবে এটাই বা কেমন কথা?

নিঃসন্দেহে এগুলো অত্যন্ত গর্হিত কাজ, এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু, আইনকানুন সবই তাদের পক্ষে। এইসব কর্পোরেশনগুলোই কপিরাইটের ধারক-বাহক। আর, জ্ঞানের ব্যবসাই তাদের অর্থের বিরাট উৎস। তাই, অনেকেই এর সমস্যার দিকটা বুঝতে পেরেও থমকে যান। ভাবেন, “আমরা আর কিই বা করতে পারি?”

কিন্তু, আমাদের করার আছে অনেককিছু। ইতিমধ্যে তা করছিও। আমরা রুখে দাঁড়াচ্ছি। যেসকল শিক্ষার্থী, গ্রন্থাগারিক, গবেষক এই বিপুল জ্ঞানের রস আস্বাদনের সুযোগ পেয়েছেন, আপনারা সৌভাগ্যবান। জ্ঞানের যে মহাযজ্ঞ থেকে পুরো পৃথিবী বঞ্চিত, আপনারা সেখানেই আমন্ত্রিত। কিন্তু, এই সুযোগ কেবল নিজের জন্য তুলে রাখলে চলবেনা। তথ্যের ভাণ্ডারে অবাধ বিচরণের এই সুযোগ আপনাদেরকে কাজে লাগাতে হবে। এটা আপনারা করতে পারেন পাসওয়ার্ড আদানপ্রদান করে অথবা, বন্ধুদের জন্য ডাউনলোড করে।

এদিকে, বঞ্চিতরাও কিন্তু বসে নেই। প্রকাশকদের দখলে থাকা তথ্য তারা বিভিন্ন কৌশলে উন্মুক্ত করে দিচ্ছেন এবং ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই, এসব কাজ চালাতে হয় গোপনে। একে আবার আইনের চোখে ‘পাইরেসি’ বা ‘চুরি’ হিসেবে দেখা হয়। জ্ঞানের বিরাট ভাণ্ডার মুক্ত করার ‘অপরাধ’ যেন মানুষ হত্যার সমান। কিন্তু, খুব সাধারণভাবে চিন্তা করলেই আমরা বুঝতে পারব, এটা অনৈতিক কিছু তো নয়ই, বরং যুগ যুগ ধরে অর্জিত জ্ঞানের সংগ্রহ সকলের সাথে ভাগাভাগি করে নেওয়াটাই একান্ত প্রয়োজনীয়। লোভ আমাদের বোধশক্তি গ্রাস করে না ফেললে এই সত্য সকলেরই বুঝতে পারার কথা।

আর, বড় বড় কর্পোরেশনগুলোর চালিকাশক্তিই হল লোভ। যেসব আইন তাদের স্বার্থসিদ্ধি করে, তাতে এক চুল পরিবর্তন হলেই এইসব কর্পোরেশনের অংশীদারেরা বেজার হবেন। আর, রাষ্ট্রের সব রাজনীতিকেরা তো আছেনই তাদের রক্ষাকর্তা হিসাবে। তাই, তাদের প্রণীত আইনকানুনই এসব কর্পোরেশনগুলোকে তাদের স্বার্থ একতরফাভাবে রক্ষা করার সীমাহীন ক্ষমতা দিয়ে থাকে।

অন্যায্য আইন মানার কোনো অর্থই হয় না। তাই, আইন ভাঙার সময় এসেছে। সময় এসেছে স্পষ্ট করে বলবার যে, মানুষের অর্জিত কোনো জ্ঞানকেই কোনো দানব কর্পোরেশন তাদের পুঁজি হিসেবে ব্যবহার করতে পারবেনা। জ্ঞান হবে উন্মুক্ত। তাই, পৃথিবীর সমস্ত তথ্যে আমাদের সকলের অবাধ বিচরণ থাকবে, বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেওয়ার অধিকার থাকবে – সেগুলো যেখানেই সংরক্ষিত থাকুক না কেন। কপিরাইট উত্তীর্ণ তথ্যের আর্কাইভ করতে হবে। সকল গোপন ডেটাবেজ, সকল বৈজ্ঞানিক জার্নাল উন্মুক্ত করতে হবে। গেরিলা ওপেন এক্সেসের জন্য আমাদেরকে লড়তে হবে।

পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা অসংখ্য সহযোদ্ধাদের নিয়ে আমরা শুধুমাত্র জ্ঞানের বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে শক্ত একটা বার্তাই পৌঁছে দেব না, আমরা একে অতীতের ভাগাড়ে পাঠিয়ে দেব। আমাদের সঙ্গী হবেন?

এরোন সোয়ার্টজ
জুলাই ২০০৮, আরমেয়ো, ইতালি

মূল ইংরেজি সংস্করণটি পড়তে এখানে ক্লিক করুন

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO