লেখক: মোহাম্মদ রফিক
আয়তন: ১.১৭ মেগাবাইট
ফরম্যাট: পিডিএফ
Please follow and like us:
লেখক: মোহাম্মদ রফিক
আয়তন: ১.১৭ মেগাবাইট
ফরম্যাট: পিডিএফ
We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.
খোলা কবিতা কাব্যগ্রন্থের কয়েকটি পাতা নেই, যেমন ৬ নম্বর পৃষ্ঠা। অনুগ্রহ করে পাতা সমূহ যুক্ত করবেন আর কিভাবে এই বইটি ডাউনলোড করতে পারি বা পিডিএফ পেতে পারি? জানাবেন।
কবি মোহাম্মদ রফিককে সঙ্গে করে নিয়ে যাই আমি রাজশাহীতে। নাইট কোচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ে তাঁর আব্বার বাসভবনে উঠেছিলাম। তারপর মার্চের ২০ বা ২১ রাজশাহী আসি। ছাত্র ইউনিয়নের মেডিক্যাল কলেজ শাখা আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি।
কেউ বক্তৃতা শুনবে না। হইচই,শোরগোলের মধ্যে তিনি উঠে দাঁড়ালেন। বললেন,”কবিতা আমার লিখতে করে না। ভালোও লাগে না।অনেকটা বাধ্য হয়েই লিখে ফেলি। আমি ‘দুটি’ কথা শোনাতে চাই।”
তাঁর দুটি কথা শুনতে দুই ঘন্টা পিনপতন নিস্তব্ধতায় শুনেছিল উপস্থিত সুধীমহল।
আমি তখন ছাত্র ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক ছিলাম।